অক্টোবরেই উদ্বোধন পদ্মা সেতুর ফোর লেন মহাসড়ক

পদ্মা সেতুর আগেই খুলে দেওয়া হবে সেতুর দুই পাশে ফোর লেনের ঢাকা-খুলনা মহাসড়ক। আগামী বছরের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এ বছরের মধ্যে উদ্বোধন করে দেয়া সম্ভব হবে সড়কটি। ফলে আমূল পাল্টে যাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা।

মূল সেতু হয়ে গেলে বাড়বে যানবাহনের চাপ। সেখানে বর্তমান ২ লেনের সড়কের পক্ষে বাড়তি এ যানবাহন সামাল দেয়া সম্ভব হবে না। তাই আগে থেকেই সড়কটিকে ৪ লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার আর মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটারের এ সড়কটি হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। কোন ট্রাফিক সিগন্যাল না থাকায় নিরবিচ্ছিন্ন থাকবে গাড়ির গতি।

এ মহাসড়কে কাঠামো নির্মাণ করতে হচ্ছে সব মিলে ১১৬টি। ছোট বড় সেতুই থাকবে ৩১টি। থাকবে ৬টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ১৫টি আন্ডারপাস আর ৩টি ইন্টারচেঞ্জের সুবিধা। ৪ লেনের মহাসড়কের দুপাশে স্থানীয় যানবাহন চলার জন্য থাকবে ৫ মিটারের দুটি আলাদা লেন। নামে ৪ লেন হলেও সুবিধা পাওয়া যাবে তাই ৬ লেনের।

কাজ শেষ করার কথা ২০১৯ সালের জুন মাসের মধ্যে। এ লক্ষ্যে পুরো কাজ একটি প্রতিষ্ঠানকে না দিয়ে ৮ কিলোমিটার করে কাজ ভাগ করে দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন ঠিকাদারকে। প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সরকার।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ কাজটি শেষ হওয়ার কথা আগামী বছর জুন মাসে। ইনশাআল্লাহ আগামী অক্টোবর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৫২ কোটি ২৯ লাখ টাকা।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *