অজয়-কাজলের ছেলের পরিচালকের ভূমিকায় হাতেখড়ি

বলিউডের তারকা দম্পত্তি কাজল এবং অজয় দেবগনের একমাত্র ছেলে যুগের নয় বছর বয়সেই বলিউডে পরিচালকের ভূমিকায় হাতেখড়ি হল।

করোনা সংক্রমণ রুখতে নাজেহাল বিশ্ব। ঘরবন্দি হয়ে মন ভাল নেই কারো। কিন্তু বাড়ি যে থাকতেই হবে। আর এই বাড়ি থাকার বার্তা নিয়েই একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করেছেন অজয়। গানের নাম, ‘ঠহের যা’। আর এই গানেই সহ পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে যুগকে।

গানটি গেয়েছেন মেহুল ব্যাস। কথা লিখেছেন অনিল বর্মা। প্রযোজকের ভূমিকায় রয়েছেন অজয় নিজেই। এমনিতে চিরকালই ছেলে যুগ এবং মেয়ে নাইসাকে পাপারাৎজির থেকে দূরে রাখার চেষ্টাই করেছেন অজয়-কাজল। কিন্তু করোনা যেন কোথাও গিয়ে পাল্টে দিল সমস্ত হিসেব-নিকেশ। বিশ্বকে বার্তা দিতে বলিউডি অভিষেক ঘটল যুগ দেবগণের।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *