রোববার (১৯ জুন) সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে মুহাম্মদ মিজানুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, অধিকাংশ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুন বা তিনগুণ বন্দি অবস্থান করছেন, জেল কোড অনুযায়ী একজন বন্দির শোয়ার জায়গা ৩৬ বর্গফুট হিসেবে নির্ধারিত। অধিকাংশ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুন বা তিনগুণ বন্দি অবস্থান করছেন।
বন্দি আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কারাগারগুলো পুনঃনির্মাণে ব্যপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী।