অনলাইনেই মুক্তির অপেক্ষায় ‘সূর্যবংশী’

বলিউডের বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। কিন্তু করোনা ও লকডাউনে ছবির শ্যুটিং থেকে সিনেমা হল-সবই বন্ধ। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ছবির ভবিষ্য়ৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় জোর গুঞ্জন, অনেক ছবিই নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বিশেষ করে বিগ বাজেটের ‘সূর্যবংশী’ ও ‘৮৩’-র মতো ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে রিজিল করবে।

সোশ্য়াল মিডিয়ার এই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট। ‘সূর্যবংশী’ ও ‘৮৩’- ছবি দু’টির অন্য়তম প্রযোজক এই সংস্থাই।

রিলায়েন্স এন্টারটেনমেন্টের তরফে জানানো হয়েছে, অনলাইনে ছবি রিলিজ করার প্রশ্নই নেই। আর ভারত-সহ সারা বিশ্বে এখন যা পরিস্থিতি, তাতে খুব তাড়াতাড়ি সিনেমা হলেও ছবির মুক্তি সম্ভব না। সেক্ষেত্রে যদি আগামী ৬ মাসও অপেক্ষা করতে হয়, তাতেও রাজি রিলায়েন্স এন্টারটেনমেন্ট।

তাই এখনই অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ও রণবীর সিংয়ের ‘৮৩’ দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। তার জন্য় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে হবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *