সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনুরোধে আগামীকাল মঙ্গলবার থেকে অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা হবে মামলার কজলিস্ট।
ইতোপূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী গত ৩ এপ্রিল থেকে কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশ বন্ধ ছিলো। মঙ্গলবার থেকে এটি আবারও চালু করা হচ্ছে।
জানা গেছে, অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশ অব্যাহত রাখতে সুপ্রিমকোর্টের আইনজীবীরা আজ প্রধান বিচারপতির কাছে দাবি জানান। তাদের দাবি আমলে নিয়ে অনলাইনের পাশাপাশি কাগজেও কজলিস্ট ছাপানোর ঘোষণা আসে আদালত থেকে। কাগজে ছাপা কার্যতালিকা চালু না করলে আদালত বর্জনের হুমকিও দেয়া হয় আইনজীবীদের পক্ষ থেকে।
রোববার ৩এপ্রিল সুপ্রিমকোর্ট বারের এক বার্ষিক সাধারণ সভায় অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশের দাবিতে সর্বসম্মত সিদ্ধান্তে একমত হন আইনজীবীরা। তারই আলোকে সুপ্রিমকোর্ট বার-এর নবনির্বাচিত সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে আইনজীবীরা আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার সঙ্গে সাক্ষাত করে দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
সুপ্রিম কোর্ট সুত্রে জানা যায়, আইনজীবীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার থেকে আগামী ৩ মাস অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা কজলিস্ট প্রকাশ করা হবে।