অবশেষে সুশান্তের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুশোক থেকে বেরোতে পারেননি তাঁর অনুরাগীরা। মুম্বই পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। যদিও অনুরাগীরা তা মানতে নারাজ। সুশান্তের মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলে অনেকেই দাবি করেছেন। সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকেও অভিযোগের তির উঠেছে।

মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে। টানা ১০ ঘণ্টা ধরে রিয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সুশান্তের মৃত্যু হয়েছে ১৪ জুন। সেদিন থেকে আর কোনও রকমের পোস্ট করেননি রিয়া। সুশান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ না করায় তাঁকে আক্রমণও করেছেন নেটিজেনরা। অবশেষে রিয়া তাঁর হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি বদলালেন। ডিএনএ-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অবশেষে সুশান্তের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি।

সেই ছবিতে দেখা যাচ্ছে, বান্ধবী রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন সুশান্ত। আর বরাবরের মতোই তাঁর মুখে লেগে রয়েছে সেই হাসি। ছবিটি দেখেই বোঝা যায় এটি তাঁদের সুসময়ের মুহূর্ত।

সুশান্তের যেদিন মৃত্যু হয় তাঁর কিছুক্ষণ আগেও রিয়া তাঁর ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করেছিলেন। তার জন্যও আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। তবে পরের দিন শেষকৃত্যে হাজির ছিলেন তিনি। যদিও সুশান্তের পরিবার তাঁর সম্পর্কে কোনওদিনই কিছু জানতেন না। জানিয়েছেন খোদ সুশান্তের বাবা।

সূত্রের খবর, রিয়া জানিয়েছেন যে লকডাউনে সুশান্তের বাড়িতেই একসঙ্গে থাকছিলেন তিনি। কিন্তু দিন কয়েক আগে ঝগড়া হওয়ায় সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান। এরপরও তঁদারে মধ্যে ফোনে ও মেসেজে কথাবার্তা চলছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য়, মৃত্যুর আগের রাতে শেষ ফোনটা রিয়াকেই করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যদিও ফোন ধরেননি রিয়া।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *