অভিনেত্রী দিব্যা ভাটনাগর করোনার সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন

ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর অভিনেত্রী দিব্যা ভাটনাগর করোনার সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন দুই বন্ধু অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর।

এক সপ্তাহ করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি ছিলেন দিব্যা। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল অভিনেত্রীকে। উচ্চ রক্তচাপের রোগী ছিলেন দিব্যা।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দিব্যার মা জানান, দিব্যার শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক ছিল। ২৬ নভেম্বর রাতে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গেই বেশ কয়েক দিন ধরে নিউমোনিয়াতেও ভুগছিলেন অভিনেত্রী।

টিভি শো ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়-তে পরিচারিকা গুলাবোর ভূমিকায় অভিনয় করতেন দিব্যা ভাটনাগর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি ভিডিয়ো কল থেকে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে লেখা ছিল, ‘হাই, আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে ভালোবাসি।’ তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় দিব্যা। তবে তাঁর মুখে হাসি লেগে ছিল।

গত মাসের শেষে গোরেগাঁওয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিব্যাকে। তিনি অসুস্থ হওয়ার পর দিল্লি থেকে সেখানে পৌঁছেন তার মা। তিনি জানিয়েছিলেন, ‘গত ৬ দিন ধরে দিব্যার গায়ে জ্বর রয়েছে। ওর শরীরে তীব্র অস্বস্তি ছিল। আমি দিল্লি থেকে চলে আসি আর বাড়িতে একটা অক্সিমিটার নিই। ওর অক্সিজেনের মাত্রা মাপতে শুরু করি, সেটা ৭১-এ নেমে যায়। ওকে ভেন্টিলেটরে রাখা হয়। এখন ওর অক্সিজেনের মাত্রা ৮৪। ওর অবস্থা আশংকাজনক। রিপোর্ট সবে এসেছে। ওর কোভিড পজিটিভ ধরা পড়েছে।’

তবে শেষ রক্ষা হল না। অকালেই চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। দিব্যার সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘যখন কারও কাছে কেউ থাকত না, তখন তুই-ই তো থাকতি। দিবু তুই-ই তো আমার আপন ছিলি, যাকে আমি বকতে পারতাম, যার উপর রাগ করতে পারতাম, মনের কথা বলতে পারতাম। তবে আমি জানি আজ তুই আরও ভালো জায়গায় আছিস, যেখানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিছু নেই। তোকে খুব মিস করব।’

সিলসিলা পেয়ার কা-তে দিব্যার সঙ্গে অভিনয় করা শিল্পা শিরোদকর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মনটা একেবারে ভেঙে গেল। আমার প্রিয় দিব্যা, শান্তিতে বিশ্রাম করো।’

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *