অভিনয়ে মোমেনা চৌধুরীর তিন দশক

১৯৮৭ সালে বগুড়ার সন্তান মোমেনা চৌধুরীর অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ‘বগুড়া থিয়েটার’ দিয়ে। একটি মঞ্চ নাটকের রিহার্সেল করছিলেন তিনি এই দলেরই হয়ে। কিন্তু সে বছরই তার চাকরি হয়ে যায় গাজীপুরের ‘টাকশাল’-এ। সেখানে তিনি ‘অবশিষ্ট মঞ্চায়ন পরিষদ’-এর সাথে নিজেকে যুক্ত করেন। সেই দলের হয়ে ‘প্রত্যাশিত প্রলাপ’ নাটকের তিনটি প্রদর্শনীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন মোমেনা চৌধুরী। আর এর পরপরই তিনি ‘আরণ্যক’ নাট্যদলের সাথে যুক্ত হন ১৯৯০ সালে। ‘ইবলিশ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় মোমেনার আরণ্যক যাত্রা।

এরপর থেকে আজ অবধি এই দলেরই হয়ে আছেন। ‘আরণ্যক’-এর হয়ে মোমেনা চৌধুরী অভিনয় করেছেন ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘এবং বিদ্যাসাগর’, ‘প্রাকৃত জনকথা’ ইত্যাদি নাটকে। তবে তার অভিনয় জীবনের সেরা অর্জনের একটি হচ্ছে ‘লালজমিন’। আগামী কাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ‘লাল জমিন’ নাটকের ১০০তম প্রদর্শনী হবে। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। ২০১১ সালের ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘লাল জমিন’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর দেশের প্রায় ৩৭টি জেলাশহরসহ প্রত্যন্ত অঞ্চল এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, লন্ডন ও নিউ ইয়র্কে আমন্ত্রিত হয়ে নাটকটির প্রদর্শনী হয়েছে।

মোমেনা চৌধুরী বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া যে, তিনি আমাকে এতগুলো শো করার তৌফিক দিয়েছেন। আমার ৩০ বছরের থিয়েটার জীবনে একটি নাটকে একক অভিনয় নিয়ে এত দূর আসার পেছনে সবার কাছে আমি কৃতজ্ঞ, যারা আমাকে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি দারুণভাবে আনন্দিত ও আবেগাপ্লুত।’ মোমেনা চৌধুরীর সাফল্যে মামুনুর রশীদ বলেন, একটি একক নাটকের ১০০তম রজনীতে উপনীত হওয়া সত্যিই আনন্দের ব্যাপার। মোমেনা অনেক কষ্ট করে আজকের এই অবস্থানে এসেছে।

তার সাফল্যে আমিও আনন্দিত। তার জন্য আমার শুভ কামনা রইল। তবে আমার বিশেষ ব্যস্ততার কারণে তার আজকের দিনটিতে পাশে থাকতে পারছি না। এ জন্য দুঃখিত। ’ মোমেনা চৌধুরী প্রথম টিভিতে অভিনয় করেন আলী ইমামের প্রযোজনায় ‘বুকে যখন বঙ্গোপসাগর’। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক মামুনুর রশীদ রচিত ও আলাউদ্দিন আহমেদ প্রযোজিত ‘ইতিকথা’।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *