অ্যাটর্নি জেনারেল পদে এ এম আমিন উদ্দিন

অ্যাটর্নি জেনারেল পদে সুপ্রিম কোর্ট আইনজীবী বার সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার নিয়োগ সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের জনসংযোগবিষয়ক কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে আজ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এ এম আমিন উদ্দিন সদ্যপ্রয়াত অ্যাটর্নি জেনালের মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হবেন।

১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এম আমিন উদ্দিন। আমিন উদ্দিন একসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদেও দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৯-২০২০ সেশন এবং ২০২০-২০২১ সেশনেও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হন তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *