আইনজীবীদের ভুলের কারণেই খালেদা জিয়া কারাগারে

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় না গিয়ে আদালতকে দুষছেন।

তিনি বলেন, এই আইনজীবীদের ভুলের কারণেই তিনি আজ কারাগারে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার কারাগারে যাওয়া বা জামিন হওয়া না হওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই। আপিল বিভাগ তার নিজস্ব নিয়মেই চলছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, পুরনো কারাবিধি সংশোধন হওয়া দরকার। তিনি বলেন, সরকার মামলা জট কমিয়ে আনার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। ‘প্রিজন অ্যাক্ট ১৮৯৪’ সংশোধনের উদ্যোগ নিয়েছি আমরা। তিনি বলেন, আজ থেকে ১২৪ বছর আগের কলোনিয়াল আইনটি আমাদের শাস্তি দেওয়ার জন্য করা হয়েছিলো। তাই এই আইনটি সংশোধন করে আমরা ‘প্রিজন অ্যান্ড কারেক্টাল অ্যাক্ট ২০১৮’ করতে চাই।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, আমরা যদি মামলা জট না কমাতে না পারি তাহলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আসবে না। মামলার জট কমলে জনগণের আস্থা বাড়বে।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *