আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ড

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ভবিষ্যতে গুজব ছড়িয়ে যাতে কেউ নাশকতার সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘সারা পৃথিবীতে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে সবচেয়ে চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ড। আমাদের কাছেও এটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি, সেই সঙ্গে সক্ষমতাও বৃদ্ধি করতেছি। যাতে কোনো একটা বিষয়ে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন না ঘটাতে পারেন।’

তিনি বলেন, ‘গুজব ও সাইবার অপরাধের মামলা যাতে সব সময় মনিটর করা যায়, সেজন্য একটি সমন্বয় সেল করেছি। যেটা সব ইউনিটের কর্মকাণ্ডগুলো মনিটর করবে এবং আমাদেরকে অবহিত করবে।’

তিনি আরো বলেন, ‘কয়েকদিন আগে গার্মেন্টস সেক্টরে গুজব ছড়ানো হয়েছিল ২-৩ জন মারা গেছে, দুইজন নিখোঁজ রয়েছে। ফলে সাধারণ লোকজন না বুঝেই গুজবে কান দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এজন্য আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতেও কেউ গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে।’

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *