আইসিসি ওয়ার্ল্ড কাপ উদ্বোধনীতে অভিনেত্রী জয়া

আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৯ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় লন্ডনের ওয়েসমিনিস্টার শহর ও বাকিংহাম প্রসাদের মধ্যের সড়ক দ্য মলেতে এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি দলের প্রতিনিধিদের ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ করে দেয়া হয়।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ক্রিকেট তারকা আব্দুর রাজ্জাক মাত্র ৪ বল খেলে ২২ রান করেন। তবে কোনও রানের দেখা পাননি অভিনেত্রী জয়া আহসান।

ভারতের প্রতিনিধি হিসেবে বলিউড অভিনেতা ফারহান আখতার ও সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে মিলে করেন ১৯ রান।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আজহার আলী ও পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে দেড় মাসব্যাপী ক্রিকেটের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এই বিশ্বকাপ টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ২ জুন বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *