আত্মহত্যা আটকাতে সিলিং ফ্যান নিষিদ্ধ করার দাবি

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর, মুম্বই জুড়েই সিনেমা এবং টেলিভিশন জগতের অভিনেতাদের মানসিক অবসাদ কাটিয়ে তোলার কাউন্সেলিং করার উদ্যোগ নিয়েছে সিআইএনটিএএ (সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন)। কিন্তু এই সব উদ্যোগকেই টপকে গেলেন রাখি সবন্ত। রীতিমত সাংবাদিক সম্মেলন ডেকে আত্মহত্যা আটকাতে একেবারে নিজস্ব টোটকা বাতলালেন এই বিতর্কিত অভিনেত্রী। দাবি তুললেন, আত্মহত্যা প্রতিরোধে আইন করে নিষিদ্ধ করা হোক সিলিং ফ্যানের ব্যবহার। তাঁর মতে, এই হারে আত্মহত্যা বেড়ে যাওয়ার আসল কালপ্রিট নাকি সিলিং ফ্যান! সাংবাদিক সম্মেলনে হাতে একটি সিলিং ফ্যান নিয়ে বেশ জোরালো গলায় তাঁর অননুকরণীয় নাটকীয় ভঙ্গিতে সিলিং ফ্যানের ব্যবহারের বিরুদ্ধে জোরালো সওয়াল করলেন তিনি। কিন্তু, ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে মানুষ তা হলে টিঁকবে কী করে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাখি সাফ জানিয়েছেন, এই ‘মারণ’ সিলিং ফ্যানের বদলে লোকজনের উচিত্ বাড়িতে এসি ব্যবহার করা। আর যাদের এসি কেনার সামর্থ্য নেই? সাংবাদিকের এই ‘বেয়াড়া’ প্রশ্নে মোটেও ঘাবড়ে যাননি তিনি। বরং সে ক্ষেত্রে টেবিল ফ্যান ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘‘নিজের মেয়েকে ভালবাসলে বাড়ি থেকে সিলিং ফ্যান তাড়ান। নিয়ে আসুন এসি বা টেবিল ফ্যান।

About স্টাফ রিপোর্টার

Check Also

স্বেচ্ছায় করোনাভাইরাস প্রবেশ করিয়েছেন জার্মানির মেয়র

জার্মানির মেয়র স্টিফান ভন ড্যাসেল (৫৩) স্বেচ্ছায় নিজের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস প্রবেশ করিয়েছেন। মেয়র জানিয়েছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *