আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘রাগী’ চলচ্চিত্র

আবারও শুরু হচ্ছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ চলচ্চিত্রের কাজ। ঈদের পরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মিজান। গত বছর অক্টোবরে ছবির শুটিং শুরুর পর ৭০ শতাংশ শুটিং শেষ হয়। কিন্তু তারপর হঠাৎ করেই ছবির কাজ বন্ধ হয়ে যায়।

মিজান বলেন, ‘আমরা ছবির ৭০ শতাংশ শুটিং শেষ করেছিলাম। বাকি আছে ৩০ শতাংশ। ঈদের পরপরই আমরা আবারও ছবির শুটিং শুরু করব। টানা শুটিং করে ছবির কাজ শেষ করার ইচ্ছা আছে।’

মিজান বলেন, ‘ছবির হিরো চায়নাতে ব্যবসা করেন। গত ছয় মাস তিনি ব্যবসার কাজে দেশের বাইরে ছিলেন, যে কারণে আমরা শুটিং বন্ধ রেখেছি। আশা করি, এবার ছবিটি শেষ করতে পারব।’

এই ছবিটি একেবারেই অ্যাকশননির্ভর একটি ছবি। আমরা এই ছবিতে আধুনিক সময়ের প্রযুক্তি ব্যবহার করেছি। কিন্তু টেকনিশিয়ান সব বাংলাদেশের। আমি বিশ্বাস করি, বাংলাদেশে বসে বিশ্বমানের ছবি নির্মাণ করা সম্ভব। সবার কাছে অনুরোধ, আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখুন। আমাদের চলচ্চিত্রকে উৎসাহ দিন।’

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবিতে অভিনয় করছেন নবাগত নায়ক আবির, মুনমুন, মিশা সওদাগর প্রমুখ।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *