আনসার কমান্ডার হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত, উপমহাপরিদর্শক

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ২০-২৫ জন দুর্বৃত্ত। এ সময় আনসার কমান্ডার মোহাম্মদ আলী হোসেনকে হত্যা করা হয়। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সফিপুরে। দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় অস্ত্র।

নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হামলা ও আনসার কমান্ডার হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনার আগে হামলাকারীরা ক্যাম্প ও সেখান সদস্যদের সম্পর্কে খোঁজখবর (রেকি) নেয় বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম।

আজ শনিবার হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি আনসার ক্যাম্পের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এ ঘটনার পর থেকে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। তবে কেউ আটক হয়নি বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

 

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *