আফরোজা আব্বাসের প্রচারে হামলার অভিযোগ

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের প্রচারের সময় দুই দফা হামলা চালানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা ও দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, প্রচারণার সময় নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন আফরোজা আব্বাসের স্বামী ও ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

সকাল সাড়ে ১০টায় নিজের নির্বাচনী এলাকা বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় আফরোজা আব্বাসের ওপর হামলা করা হয়। এরপর দুপুরে মাদারটেক এলাকায় প্রচারণা চালানোর সময়ও হামলার শিকার হন আফরোজা আব্বাস। ছাত্রলীগ নেতারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অন্যদিকে, মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষ এখন মনে হচ্ছে শুধু আওয়ামী লীগ নয়, পুলিশ বাহিনীও সম্ভবত প্রতিপক্ষ হয়ে গেছে। আমরা পুলিশকে প্রতিপক্ষ ভাবি না। আওয়ামী লীগকেও আমরা প্রতিপক্ষ ভাবি না। আমরা ভাবি, তাঁরা আমাদের প্রতিদ্বন্দ্বী নির্বাচনের। সমান সুযোগ আশা করেছিলাম। কিন্তু সেটা হলো না।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ।

সন্ধ্যায় রাশেদ খান মেনন বলেন, আমরা বরঞ্চ উল্টো অভিযোগ করি। যে তাঁর কর্মী-সমর্থকরা নির্বাচন শুরু হওয়ার আগেই সন্ত্রাস শুরু করেছে। তারা পুলিশের গাড়ি পুড়িয়েছে। পাবলিকের গাড়ি পুড়িয়েছে। স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে রাখতে পারে না।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *