বিএনপি’র পেশাজীবী সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানায়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।
আদালতে আবরার হত্যার আসামীর পক্ষে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিস্কার হলেন মোর্শেদা খাতুন শিল্পী। বুয়েটে ছাত্র আবরার ফাহাদের হত্যার সঙ্গে জড়িত আসামীর পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন ঢাকা আইনজীবী সমিতির সংস্কৃতি সম্পাদিকা শিল্পী। আবরার হত্যা মামলার আসামি মুজাহিদুলের পক্ষে আইনি লড়াইয়ে তিনি অংশ নিয়েছেন।
এ নিয়ে বিভিন্ন মহলে বিএনপির সমালোচনা শুরু হয়। এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।