আমরা কখনও বলিনি আওয়ামী লীগ ধোয়া তুলসীপাতা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কখনও দাবি করিনি আওয়ামী লীগ ধোয়া তুলসীপাতা। এখানে সব লোক অন্যায় করে না, অপরাধ করেনা, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, গডফাদারগিরি করে না এমন কথা কখনও বলিনি।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালেয় সিনেট ভবনে বাংলা বিভাগের ৭৩জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমাদের নেত্রী সরাসরি বলে দিয়েছেন, আমি এখানে দুর্নীতির ওকালতি করিনা। আমাদের নেত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিলো, আমরা নই। তারা হাওয়া ভবনকে ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলো। আজ বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে নীতি কথা বলেন, এটা যেন ভূতের মুখে রাম নাম।

শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে হয়ে গেছে। ক্যাসিনোর এ টাকা কোন কোন নেতার কাছে যেতো তা তদন্ত করে বের করা হচ্ছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *