আমাদের দল ছোট হলেও শক্তি কিন্তু ছোট নয়

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সদরে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, আপনারা সবাই জানেন মহাজোট হয়েছে। মহাজোটের মাধ্যমে আমরা এখানে নির্বাচন করব। আপনারা জানেন যে, আওয়ামী লীগ একটা বড় দল। কিন্তু আমাদের দল অতটা বড় নয়। আগে ছিল; কিন্তু অনেক দিন ক্ষমতার বাইরে থাকায় অনেক লোক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। যাই হোক গত নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের ছোট দলই বড় দলকে (আওয়ামী লীগ) সাহায্য করে তাকে সম্মানের সাথে রেখেছে। কাজেই আমাদের দল ছোট হলেও শক্তি কিন্তু ছোট নয়।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে সফলভাবে দশম সংসদের মেয়াদ শেষ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে মহাজোটকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানান রওশন এরশাদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রওশন এরশাদ।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *