আলিয়া ভাট আজকাল নিয়মিত শরীরচর্চার মন দিয়েছেন। জিমে গিয়ে অন্যান্য সেলেবদের সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চা করছেন ২৬ বছর এর আলিয়া। আর আলিয়াকে শরীর চর্চা করাচ্ছেন রণবীরের প্রাক্তন ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করেছেন আলিয়া। যেখানে আলিয়াকে ডাম্বেল নিয়ে স্কোয়াট করাতে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। দেখা যাচ্ছে, আলিয়া ক্লান্ত হয়ে গেলেও ১০০ পার একের পর এক সংখ্যা গুণেই চলেছেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনা রণবীরের প্রাক্তন হলেও তাঁর সঙ্গে রণবীরের বর্তমান আলিয়ার যে বেশ সখ্যতা রয়েছে সেকথা আলিয়া একাধিকবার স্বীকার করে এসেছেন। শুধু ক্যাটরিনাই নয়, রণবীরের আরও এক প্রাক্তন দীপিকার সঙ্গেও বেশ ভালোই সখ্যতা রেখে চলেন ভাট কন্যা।