আহতদের একজন সাবেক সেনা কর্মকর্তা জাহিদের স্ত্রী

সন্দেহভাজন তিন নারী জঙ্গির একজন রূপনগরে নিহত জঙ্গি সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলামের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার একথা বলেন।

তিনি বলেন, তিন নারীর মধ্যে একজন জঙ্গি জাহিদের স্ত্রী বলে আমরা ধারণা করছি।অভিযানে আবদুল করিম নামে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়। করিম নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধসহ আহত হয় তিন নারী জঙ্গি। তাদের আটকের পর ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচ কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১) নামে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *