ইজতেমার জন্য বিনামূল্যে ৫০টি বাস দিচ্ছেন ডিপজল

এ বছরের বিশ্ব ইজতেমা প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৪ জানুয়ারি। এর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৯ থেকে ২১ জানুয়ারি। ইজতেমার যাত্রীদের আসা যাওয়ার জন্য এবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে ৫০টি বাস দেবেন।

এ বিষয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমার অনেক বেশি বাস দেওয়ার ইচ্ছে থাকলেও দিতে পারছি না। কারণ আমি এক সঙ্গে ৮৮টি বাস বিক্রি করে দিয়েছি। এবার আমি ৫০ টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।

উল্লেখ্য, এর আগের বছর ডিপজল ১৯৫টি বাস দিয়েছিলেন। যার ফলে দূর দূরান্ত থেকে মানুষ সহজে ইজতেমায় অংশ নিতে পেরেছিল। এবার বাস বিক্রি করে দেয়ায় কিছুটা তার মন খারাপ।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *