রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালটি লকডাউন করে দেয়া হয়েছে।
আইইডিসিআরের তথ্যে ওই হাসপাতালের ৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এ কারণে আক্রান্তদের অন্যস্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভাইরাসটি যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য আমরা হাসপাতালটি লকডাউন করে দেয়া হয়েছে। তবে ভেতরে থাকা অন্য রোগী বা স্টাফদের প্রয়োজনে পুলিশ খাবার সরবরাহ করবে।