ইরানে হামলা চালাতে প্রস্তুত ‘ব্রিটেন’

ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরে শুক্রবার হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আমেরিকার বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে ব্রিটেন। ইরানের ভূখণ্ডের জলসীমার কাছে যুক্তরাজ্যের যে সামরিক স্থাপনা রয়েছে তা দেশটিতে আক্রমণের অবস্থানে রয়েছে।

দ্য সান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে সজ্জিত রয়েল নেভির পারমাণবিক চালিত সাবমেরিন ইরানের কাছে মারাত্মক অবস্থানে রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর পদস্থরা মার্কিন বাহিনী ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে আগ্রহী।

যুক্তরাজ্য সর্বদা যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। হান্টার কিলার হলো রয়্যাল নেভির সর্বাধিক উন্নত সাবমেরিন। এগুলি খুবই মারাত্মক এবং ইরানের সীমার মধ্যে আক্রমণ করতে সমর্থ।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *