বৈষম্যের শিকার হয়ে ইসরাইল থেকে চলে যাচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ইসরাইলি যাওয়া ইহুদিরা।
ইসরাইলের চ্যানেল ১০ জানিয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ইসরাইলে পাড়ি দেয়া প্রায় ১৫ ভাগ ইহুদি ইতোমধ্যে ইসরাইল ত্যাগ করেছে। তাদের বেশির ভাগ গেছে কানাডায়।
সাবেক সোভিয়েত এলাকা থেকে আগত অনেক ইহুদি ২৫ বছর ইসরাইলে বাস করার পরও সমাজের সাথে খাপ খাওয়াতে পারেননি।
এক অভিবাসী বলেন, ‘আমার বয়স যখন ৬ বছর ছিল, তখন শত শত পরিবারের সাথে আমি এখানে এসেছিলাম। আমি ইসরাইলি সেনাবাহিনীকে কাজ করেছি, বিয়ে করে, কিন্তু তবুও ইসরাইলি সমাজের অংশ হতে পারিনি বলে মনে হচ্ছে।
ইসরাইলি প্রতিবেদনগুলোতে বলা হয়, একসময় সাবেক সোভিয়েত বলয় থেকে আসা ইহুদিরা ছিল ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়। কিন্তু পাশ্চাত্য ইহুদি এবং ইসরাইলি সরকারের বৈষম্যের শিকার হচ্ছে তারা।
Check Also
সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান
বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …