ঈদে আদালতের “বিচারক-কর্মকর্তাদের” কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ঈদুল আজহায় সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *