উডি অ্যালেনের ছবিতে ’কেট উইন্সলেট’

কেট উইন্সলেট চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেনের পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনার কাজ একাই সামলাচ্ছেন ৮১ বছর বয়সী উডি অ্যালেন।

ছবির কাহিনী সম্পর্কেও এখন কিছু জানাতে নারাজ উডি অ্যালেন। এই ছবিটিতে সহ প্রযোজক হিসেবে রয়েছেন লেট্টি আর্নসন ও এডওয়ার্ড ওয়ালসন।

৩৯ বছর বয়সী অভিনেত্রী কেট উইন্সলেট তাঁর ২০ বছরের সিনেমার ক্যারিয়ারে এখন পর্যন্ত উডি অ্যালেনের পরিচালনায় কোনো ছবিতে কাজ করেননি।

কিছুদিন আগেই উইল স্মিথের সঙ্গে ‘কোলাটেরাল বিউটি’ ছবির কাজ শেষ করেছেন কেট। এর পর ‘মাউন্টেন বিটুইন আস’ ছবিতে তাঁকে দেখা যাবে ইদরিস এলবার সঙ্গে।

গত বছর ‘স্টিভ জবস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছিলেন কেট উইন্সলেট।

উডি অ্যালেন পরিচালিত সর্বশেষ ছবি ‘ক্যাফে সোসাইটি’ এ বছরের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *