উদ্ধার শিশু সুমাইয়াকে ঢামেকে ভর্তি

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে অপহৃত হওয়ার পর উদ্ধার শিশু সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শিশুটিকে ঢামেকে নেওয়া হয়। ওই সময় শিশুটির সঙ্গে ছিল তার পরিবার ও কামরাঙ্গীরচর থানার পুলিশ।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণের ২৫ দিন পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় সিরাজ মিয়া ওরফে বাবুল ও সাবিনা আক্তার বৃষ্টি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *