মাছরাঙা টেলিভিশনের উপস্থাপিকা সাবিনা নিপাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিপার এক বান্ধবী সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ বুধবার রাতে এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, যে মোবাইল ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়েছে, সেই নম্বর থেকে কোনো ফোন করা হয়নি। মিথ্যা জিডি করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, অপহরণের বিষয়টি এখনো স্পষ্ট না। আমরা বিষয়টি তদন্ত করছি।
জিডি করে ফেরার পথে গতকাল গুলশান আড়ংয়ের সামনে থেকে নিপাকে অপহরণ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এলাকাটি তেজগাঁও থানার আওতাধীন। আর নিপা থাকেন গুলশান থানা এলাকায়।
জানাযায় নিপা পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেছিলেন। তিন মাস ধরে তাঁর পারিবারিক সমস্যা চলছিল। স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন সাবিনা নিপা। বিষয়টির তদন্ত চলছে।