উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নেয়ার আহবান

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, আতঙ্ক নয়, সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নেয়ার আহবান।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে গণমাধ্যম বুথ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনের প্রচারকাজ আজ সকাল ৮টা থেকে বন্ধ।

সিইসি বলেন, আমি আশা করব যার যার অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করবে। কাউকে কেউ কোনোরকমের বাধাবিপত্তি যেন না দেয়, সবাই যেন শান্তি মতো ভোট দিতে পারেন। সকলের জন্য নিরাপদ পরিবেশ গঠনে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো। দেশবাসী যেন নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারেন, সেই প্রত্যাশা করব।

এসময় নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা যাতে কোনোভাবেই আক্রান্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখার আহবান জানান তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *