বাবার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি ঋষি ও নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর। বাবার মৃত্যুর পরের দিন তিনি দিল্লি থেকে মুম্বই এসে পৌঁছান। তাই বাড়িতেই বাবার স্মৃতির উদ্দেশে আয়োজন করেছিলেন স্মরণ সভার। সেদিনেরই একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন ঋদ্ধিমা। ঋষি কাপুরের ছবিটি শেয়ার করে লিখলেন, ‘তোমাকে সব সময়ে ভালোবাসব পাপা…’
রয়েছে আরও একটি ছবি যেখানে দেখা যাচ্ছে দিদির সঙ্গে বসে রণবীর কাপুর বাবা আত্মার শান্তি কামনায় পুজো করছেন। সেই ছবির ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, ‘তোমার লেগাসি আগামীদিনেও বেঁচে থাকবে, তোমাকে আমরা খুব ভালোবাসি…’
ঋষি কাপুরের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন আলিয়া ভাট, করিশ্মা কাপুর, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা, রণধীর কাপুর, ববিতা কাপুর, আরমান জৈন ও তাঁর স্ত্রী অনিশা মলহোত্রা, রিমা জৈন ও তাঁর ছেলে আদার জৈন।