এই সরকার দীর্ঘদিন থাকতে পারে না, পারবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এই সরকার দীর্ঘদিন থাকতে পারে না, পারবে না। তার অস্ত্র জনতার লাঠির সামনে টিকবে না। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নারী ও শিশুদের উপর নির্যাতন ও বর্বরতার প্রতিবাদে জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোমান বলেন, স্বৈরাচার আইয়ুব, ইয়াহিয়া, এরশাদের মত আজকের হাসিনাকেও ক্ষমতা ছেড়ে পালাতে হবে। জিয়া সাইবার ফোর্স এর সভাপতি এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির অপর ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, শফিক রেহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অব.) ওয়াহিদ উন নবী প্রমুখ।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *