একই ছবিতে বাংলার দুই সাংসদ অভিনেত্রীকে দেখা যাবে

লকডাউনের পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই প্রথমেই শুরু হয়েছিল টেলিভশনের কাজ। এবারে শুরু হয়েছে নতুন বাংলা ছবি sos kolkata’। প্রধান চরিত্রে দেখা যাবে মিমি, যশ এবং নুসরতকে। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। মূলত সন্ত্রাসবাদ থেকে নিজের দেশকে বাঁচানোর গল্প বলবে এই ছবি। এই মাসের ৬ তারিখ থেকে শুরু হয়েছে শুটিং। মাত্র ২৫ বছর বয়সেই এই ছবির প্রযোজনা করছেন এনা সাহা। জারিক এন্টারটেইনমেন্টের কর্ণধার তিনি। এনাও সিনেমা সিরিয়ালের জনপ্রিয় মুখ।

এই সিনেমার কিছু ছবি শেয়ার হয়েছে ইনস্টাগ্রাম ও ট্যুইটারে। এই ছবিতে একই সঙ্গে বাংলার দুই সাংসদ অভিনেত্রীকে কাজ করতে দেখা যাবে। নুসরত ও মিমি বাস্তব জীবনেও খুব ভাল বন্ধু। তাঁরা দু’জনে নানা রকম খুনসুটিতে মেতে থাকেন। এমনকি নুসরত ভাল কিছু রান্না করলে তা মিমিকে খাইয়ে তবে ছাড়বেন। এতটাই মধুর তাঁদের বন্ধুত্ব। এই ছবির শ্যুটিংয়েই একটি মজার ভিডিও বানালেন নুসরত।

হাতে কয়েকটি বাদাম নিয়ে আকাশের দিকে ছুড়ে মারছেন, এবং ফের ক্যাচ ধরছেন তিনি। কালো হট পোশাকে নুসরতকে দেখা যাচ্ছে এই ভিডিওতে। নুসরতের পাশে সাদা শাড়ি পরে শুয়ে আছেন মিমি। মজার ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন নুসরত। পরে এই ভিডিওটিকেই রিট্যুইট করেছেন মিমি।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এই ভিডিও দেখে সমালোচনাও করেছেন অনেকে। আবার প্রশংসাও করেছেন কিছু মানুষ। ভিডিওটিকে রিট্যুইট করেছেন অনেকেই। তবে সাংসদ পদের বাইরেও নুসরত ও মিমি একজন অভিনেত্রী, তা ভুলে গেলে চলবে কেন! মানুষের জন্য কাজ করাটা যেমন তাঁদের দায়িত্ব, তেমনই দক্ষতার সঙ্গে ছবিতে কাজ করাটাও তাঁদের একটা কাজ। তাঁদের নতুন ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *