এক ক্যামেরায় নবাব, আব্বাস, আকবর

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করছেন এফডিসির ২ নাম্বার ফ্লোরে। পাশেই শুটিং করছিলেন ‘আব্বাস’ ও ‘আকবর’ ছবি দুটির নায়ক নিরব-ইমন। মজার ব্যাপার হচ্ছে, আলাদাভাবে নির্মিত তিন ছবির নায়কই নাম ভূমিকায় অভিনয় করছেন।

গেল বছর ৫ জুলাই আব্বাস মুক্তি পেয়েছিল। পাসওয়ার্ডের পর গেল বছর নিরবের এ ছবিটি আলোচিত হয়। অন্যদিকে ইমন অভিনীত ‘আকবর’ নির্মাণধীন ছবি। এই দুই ছবির দুটি চরিত্র নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করছেন সাইফ চন্দন যিনি ‘আব্বাস’ এর পরিচালক।

শাকিব খানের সাথে ক্যারিয়ারের শুরুতে ‘মনে বড় কষ্ট’ এবং ‘মন যেখানে হৃদয় সেখানে’ দুই ছবিতে অভিনয় করেছিলেন নিরব৷ আর শাকিবের সাথে ইমন অভিনয় করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতে। সেই সুবাদে নিরব-ইমন সবসময় শাকিবের স্নেহধন্য হয়েছেন।

নিরব ইমন দুজনেই বলেন, শাকিব ভাই আমাকে ভালো কাজের পরামর্শ দেন। এফডিসিতে আমরা শুটিং করছি সেখানে শাকিব ভাইয়া ও শুটিং করছেন, তার সাথে দেখা করবো না তা তো হয় না! মেকাপ রুমে তার সাথে আড্ডা দিয়েছি। অল্প হলেও দারুণ সময় কেটেছে।

শাকিব খানও নিরব ইমন দুজনের গেট আপ দেখে তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দেখে ভীষণ ভালো লাগছে। এভাবে আলাদা লুক নিয়ে দুজনে একটা সিনেমা করো। দর্শক গ্রহণ করতে পারে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *