এবার করোনাভাইরাসের শিকার নওগাঁ–২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকার। তিনি ঢাকায় ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন। শহীদুজ্জামান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২৮ এপ্রিল, মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা থেকে সাংসদ ঢাকায় আসেন। ঢাকায় আসার পর জ্বর এলে, আইইডিসিআর থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে আইইডিসিআরের রিপোর্টে জানানো হয়েছে সাংসদ কোভিড-১৯ পজিটিভ। ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
দশম সাংসদের হুইপ শহীদুজ্জামান বর্তমান একাদশ সাংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।