সৌর শক্তি চালিত বিমান সোলার ইমপালস টু উড়োজাহাজটি নিউইয়র্ক থেকে উড্ডয়ন করে অ্যাটলান্টিক পাড়ি দিয়ে বিশ্ব পরিভ্রমণের যাত্রা শুরু করেছে। এ যাত্রায় পাইলট বারট্রান্ড পিকার্ড প্রায় ৯০ ঘণ্টায় স্পেনে পৌঁছানোর চেষ্টা করবেন। রোববার শুরু করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বিলম্বিত হয়। আজ সোমবার নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে ছেড়ে যায় সোলার ইমপালস টু। সোলার ইমপালস টিম বলছে, এ বছরে এটাই হবে তাদের সবচেয়ে বেশি দূরত্বের যাত্রা। পিকার্ড পেশায় একজন মনোচিকিৎসক। ৩৫ হাজার কিলোমিটার পথ তিনি পাড়ি দেয়ার জন্য সুইস পাইলট আন্দ্রে বোর্শবার্গের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। কোন রকম জ্বালানী ছাড়াই সৌরশক্তির উপর ভরসা করে এই বিমান গন্তব্যে পৌছাবে। আর এই বিমানের একমাত্র যাত্রী এবং পাইলট বারট্রান্ড পিকার্ড ৯০ ঘণ্টার দীর্ঘ সময়ের মধ্যে অল্প কিছুক্ষণের জন্য ঝিমিয়ে নিতে পারবেন।
Check Also
মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। …