কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত

কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫০ বছর বয়সী রাহুল আজ মঙ্গলবার এক টুইটে লিখেছেন, ‘মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর মাত্রই কোভিড পজিটিভ হওয়ার কথা জানতে পারলাম। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে নিরাপত্তাবিধি মেনে চলুন এবং নিরাপদে থাকুন।’

এদিকে রাহুল গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক টুইট বার্তায় তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, ‘আমি লোকসভা এমপি শ্রী রাহুল গান্ধীজির সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

অন্যদিকে কংগ্রেসের আরেক শীর্ষস্থানীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তীব্র জ্বর নিয়ে গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ৮৮ বছর বয়সী মনমোহন সিং ভারতের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনের উভয় ডোজই নিয়েছেন। ৩ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির এআইআইএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল বলে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন। মনমোহনের করোনা সংক্রমণের খবর প্রকাশের পর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন রাহুল গান্ধী।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *