কঙ্গনাকে ধর্ষণ! গ্রেফতারের মুখে আদিত্য

অভিনেতা-প্রযোজক আদিত্য পাঞ্চোলি বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বলিউড চলচ্চিত্রে অন্যতম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

অভিনেতা-প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশন। এদিন পুলিশের কাছে জবানবন্দি দেন কঙ্গনা রানাউত।

২০১৭ সালে কঙ্গনা আদিত্যর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। এর বিরুদ্ধে আদিত্য কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। চলতি মাসের শুরুতে সেই মামলার কথা মনে করিয়ে নতুন করে কঙ্গনাকে নোটিশও পাঠান আদিত্য। তার জেরে কঙ্গনাকে ৪টি সমন পাঠায় আদালত।

এই মামলাতেই বৃহস্পতিবার আদিত্যর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

পুলিশের কাছে সদ্য অভিযোগ দায়ের করা হলেও, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ১০ বছর আগে। সেক্ষেত্রে ধর্ষণ হয়েছিল কিনা তা প্রমাণ করাটা প্রায় অনিশ্চিত পুলিশের কাছে। আদিত্য যদিও প্রথম থেকেই এতে মিথ্যে ধর্ষণের মামলা বলে উড়িয়ে দিয়েছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *