হলিউডের হরর মুভি ‘কনজুরিং ২’ দেখে ভারতের তামিলনাড়ুতে মারা যাওয়া ব্যক্তির লাশ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য জি রাম মোহন নামের ঐ ব্যক্তির লাশ থিরুভান্নামালাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা ছিল। সেখান থেকেই নাকি লাশটি গায়েব হয়ে যায়!
৬৫ বছর বয়সী রাম মোহন গত মঙ্গলবার তার বন্ধু এইচ প্রসাদের সঙ্গে শ্রী বালাসুব্রামানিয়ার সিনেমা হলে ‘কনজুরিং ২’ ছবিটি দেখতে যান। ছবিটি দেখার সময় রাম মোহন বুকে ব্যথা অনুভব করেন ও অজ্ঞান হয়ে যান। হাসপাতালে যাওয়ার সময় তিনি হার্ট অ্যাকাট করেন। হাসপাতালে নেয়া হলে চিকিত্সক রাম মোহনকে মৃত ঘোষণা করেন ।
তবে রাম মোহনের মৃত্যু হরর ছবি দেখেই হয়েছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। তবে এই ঘটনায় আরো বেশি ভূতুড়ে মনে হচ্ছে।
রাম মোহনের ময়নাতদন্ত করার জন্য তার মৃতদেহ থিরুভান্নামালাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল এই প্রসাদকে। সেখান থেকে নাকি কোনো ধরনের চিহ্ন ছাড়াই রাম মোহনের মৃতদেহ গায়েব হয়ে গেছে।
এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ এই বিষয়ে তদন্তে নামেনি। খবর: ডিএনএ।