করোনাভাইরাসে জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী ‘হিলারি হিথ’র মৃত্যু

ব্রিটিশ অভিনেত্রী ‘হিলারি হিথ’ করোনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবরটি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

অ্যালেক্স লিখেছেন, গেল সপ্তাহে করোনাভাইরাসে আমার ধর্মমাতা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথ মারা গেছেন। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সফল তিনি।

গুণী এই অভিনেত্রীর জন্ম ইংল্যান্ডের লিভারপুলে। হিলারির হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয়ের মাধ্যমে। আর প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি।

তার প্রযোজিত ছবির মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *