করোনার কারণে অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করলো ‘বিমান বাংলাদেশ’

করোনার কারণে অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকাব্বির হোসাইন জানান, করোনাভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, বিশ্বের ১০টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪২টি ফ্লাইট চলাচল করতো। এরমধ্যে ৭৪টি ফ্লাইট কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ৬৮টি ফ্লাইট চলাচল করবে বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার আরো নয়টি রুটে ফ্লাইট কমিয়ে আনা হলো। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।

বিশ্বের ১০২টি দেশে প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। এর ফলে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। বিশ্বজুড়ে এক দেশের সঙ্গে অন্যদেশের বিমান চলাচলও বন্ধ হয়ে গেছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *