করোনায় আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১২ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন বাশার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে, ১৬ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

হাবিবুল বাশার জানান, সোমবার আমি হাসপাতালে ভর্তি হয়েছি। ডাক্তার বলেছেন, আমার ফুসফুসে ইনফেকশন বেড়েছে এবং আমি যেন দ্রুত হাসপাতালে ভর্তি হই। ফুসফুসে সমস্যার কারণে জ্বরটা ছাড়ছিল না। তবে এই মুহূর্তে আমার জ্বর নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। শ্বাস নিতেও কোনো সমস্যা হচ্ছে না। আশা করছি, শনিবার হাসপাতাল ছাড়তে পারবো।

বিসিবি প্রেসিডেন্টস কাপ চলাকালীন এবং ক্রিকেটারদের চলমান অনুশীলনেও গেল কয়েক সপ্তাহ মাঠে ছিলেন হাবিবুল বাশার সুমন।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *