দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩১২ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ৭ জন। এদের মধ্যে ৫জন পুরুষ এবং ২জন মহিলা। মৃত ৭ জনের মধ্যে ঢাকার ৩ জন এবং নারায়ণগঞ্জের ৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ৯১ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ হাজার ৪৫৬।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ জন, মোট সুস্থ ৭৫। এছাড়া নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৬৩৪ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫টি।
ছুটিতে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। দেশের বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলাচলের আহ্বানও জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।