করোনায় ১৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৮০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০৩ জন ও নারী ৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯০৪৬ জনে দাঁড়িয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৫৯ জন, বেসরকারি হাসপাতালে ৩১ জন ও বাসায় ৫ জন মারা গেছেন।

এ ছাড়া দেশে নতুন করে আরও ৬৭৮০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৭২৩ জন। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন করোনা থেকে সুস্থ হলো। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৫৩৬টি। করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *