করোনায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৭৪, মৃত্যু ১৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০৬৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ১৪৭৪ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশে মোট ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫৭৭ জন। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪ ও নারী ৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৬৭১ জন ও নারী এক হাজার ৩৯৬ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রামে তিনজন, খুলনায় দুজন, বরিশালে একজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে দুজন। ১৭ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *