করোনা আক্রান্ত তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী  করোনা আক্রান্ত। আজ সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, আমার দুদিন জ্বর থাকায় আশপাশের মানুষের নিরাপত্তার জন‍্য নিজের ইচ্ছেয় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার কোভিড ধরা পড়ে, কিন্তু বর্তমানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না, তাই আমি এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন‍্য দোয়া করবেন।

তানজিন তিশা ২৩ মে ঢাকায় জন্মগ্রহন করেন। তার বাবা আবুল কালাম ও মা ছালমা বেগম। মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনীত এই গানটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ইমরান মাহমুদুল এর গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল।

https://www.facebook.com/TanjinTishaTT/photos/a.138595453437325/642855053011360

 

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *