বাংলাদেশে বেড়েই চলেছে করোনাভাইরাস। প্রতিদিন গড়ে যে পরিমাণে আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক। আজ শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৪৭তম স্থানে আছে বাংলাদেশ।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে রেকর্ডসংখ্যক ৫০৩ জন রোগী শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬৮৬ জনের। মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭৭৬টি। এসব নমুনা পরীক্ষা থেকে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৪৬৮৯ জন আর মৃত্যু হয়েছে ১৩১ জন। মোট সুস্থ হয়েছেন ১১২ জন। সুস্থতার বিপরীতে মৃত্যুহারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এগিয়ে।
করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের পরিমাণ ৯,০২,০০০ এবং মৃত্যু ৫০,৯৯০। দ্বিতীয় স্থানে আছে স্পেন ২,২০,০০০ আক্রান্তের মধ্যে থেকে মৃত্যু হয়েছে ২২৫২৪ জনের। গত সপ্তাহেও মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালির পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশটি এখন আছে তৃতীয় স্থানে মোট আক্রান্ত ১,৯৩,০০০ এবং মৃত্যু ২৫৯৬৯ জন।