কাগজপত্র না থাকায় ৯৫ হাজার হজযাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দিল

বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরবের মক্কা থেকে ৯৫ হাজারের বেশি হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

হজ পালনের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন। কিন্তু বৈধ অনুমতিপত্র না থাকায় সৌদি আরবে পৌঁছানোর পরও অনেক হজযাত্রীকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হচ্ছে। মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

হজ সিকিউরিটি ফোর্সের কমান্ডার জেনারেল খালিদ আর হারবি জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজ পালনের উদ্দেশে মক্কায় প্রবেশের চেষ্টা করেছেন প্রায় ২৭ লাখ মুসলিম। এঁদের মধ্যে ৯৫ হাজার ৪০০ জনের কাছে হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় তাঁদের মক্কার চেক পয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এঁদের অধিকাংশই আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

খালিদ আর হারবি আরো জানান, হজের পরিবেশ ও হজের নিয়মনীতি নষ্ট করবে এমন কাউকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া কেউ হজের অনুমতিপত্র না নিয়ে মক্কায় প্রবেশ করলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। মক্কায় কোনোভাবেই অনধিকার প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া মক্কায় প্রবেশ করার পরেও কেউ নিয়মকানুন বা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কি না সে বিষয়ে নজর রাখবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাঁরা হজের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন, তাঁদের অবশ্যই বৈধ কাগজপত্র বহন করতে এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার আহবান জানিয়েছেন খালিদ আর হারবি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *