কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ

কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য এর প্রক্রিয়া আগের থেকে সহজ করা হয়েছে। আগামী ২০২০ সালের মধ্যে দেশটি দক্ষ-অদক্ষ মিলিয়ে বছরে ১০ লক্ষ শ্রমিক নেবে। তারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

দেশটির ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হোসাইন সম্প্রতি এমন একটি সুখবর দিয়েছেন। স্কিলড, ট্রেড স্কিলডসহ অন্যান্য ক্যাটাগরিতে এ সুযোগ সৃষ্টি হয়েছে। খবর এনআরবি নিউজের।

কমপ্রিহেনসিভ র‌্যাংকিং সিস্টেমে (সিআরএস) পয়েন্টের নিম্নমুখী স্কোরের প্রবণতা দেখে ধারণা করা হচ্ছে, চলতি বছর সবচেয়ে কম পয়েন্ট দিয়েও কানাডায় অভিবাসন মর্যাদা পাওয়া যাবে। আর এ কারণেই চলতি বছর ঘন ঘন লটারির সম্ভাবনা রয়েছে বলে অভিবাসন-সংশ্নিষ্টরা মনে করছেন।

অভিবাসন আইনজীবীরা বলেছেন, যদি সঠিকভাবে আবেদন করতে পারে তাহলে বিপুলসংখ্যক বাংলাদেশিও কানাডায় নাগরিকত্ব পাবেন। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে এ আবেদন করতে হবে। তবে সবার আগে জানতে হবে, কানাডায় নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা আছে কি-না।

কানাডা সরকার সবসময়ই ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে অভিবাসনের কার্যক্রম পরিচালনা করে। বিল সি-৬ অনুযায়ী, কানাডার নাগরিকত্বের আবেদন করতে পাঁচ বছরের মধ্যে অন্তত তিন বছর বসবাস করতে হবে। আগে তা ছিল ছয় বছরের মধ্যে চার বছর।

এ ছাড়া কানাডায় যারা অস্থায়ী মর্যাদায় তথা ওয়ার্ক অথবা স্টাডি পারমিটে ছিলেন, তারাও কানাডায় বসবাসের সময়টুকু তিন বছর মেয়াদের একটি অংশ হিসেবে গণনা করতে সক্ষম হবেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *