কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিজনভ্যানে করে এই কারাগারে আনা হয় পরীমণিকে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেল সুপার আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে, এমন খবরে বিপুল উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মী কারাফটকে জড়ো হন। তবে তাঁকে বহনকারী প্রিজনভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে দ্রুত গতিতে পুলিশের কড়া প্রহরায় কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে।

পরীমণিকে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বেলা ১১টা ৪০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরীমনির অন্যতম আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী পরীমনির পক্ষে ডিভিশনের আবেদন করেন। আদালত কারাগার কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন। এটা ডিভিশন পেয়েছেন বলা যাবে না। সাধারণত এমন আদেশের অর্থ কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাঁকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পরের দিন পরী মণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে।

About স্টাফ রিপোর্টার

Check Also

গ্রেফতারের পর থেকে ১২০ ঘণ্টা এক কাপড়ে পরীমনি

আলোচিত নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *